আজ সকালে নাইজেরিয়ার পোর্ট হারকোর্ট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি এয়ার পিস (Air Peace) এয়ারলাইন্সের বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ার ঘটনা ঘটেছে। বিমানটি লাগোস থেকে পোর্ট হারকোর্টের উদ্দেশ্যে আসছিল।
ঘটনার বিবরণে জানা যায়, এয়ার পিস এর ফ্লাইট নম্বর P47190, যা একটি বোয়িং ৭৩৭-৩০০ মডেলের বিমান, পোর্ট হারকোর্ট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের চূড়ান্ত পর্যায়ে রানওয়ে থেকে পাশে সরে যায়। এই ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়লেও, সৌভাগ্যবশত কোনো বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।
রানওয়ে থেকে বিমান ছিটকে পড়ার ঘটনাকে এভিয়েশন বা বিমান চলাচল পরিভাষায় 'রানওয়ে এক্সকারশন' বলা হয়, যা যেকোনো বিমানবন্দরের জন্য একটি গুরুতর ঘটনা। ঘটনার পরপরই বিমানবন্দরের জরুরি পরিষেবা এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এবং যাত্রীদের নিরাপদে বিমান থেকে বের করে আনার কাজ শুরু করে।
এই ঘটনার কারণে বিমানবন্দরের রানওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়, যার ফলে অন্যান্য ফ্লাইটের আগমন ও প্রস্থানে বিলম্ব ঘটে। নাইজেরিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (Nigerian Civil Aviation Authority) ঘটনাটির কারণ অনুসন্ধানের জন্য একটি তদন্ত শুরু করেছে। অবতরণের সময় আবহাওয়ার পরিস্থিতি, পাইলটের সিদ্ধান্ত নাকি বিমানে কোনো প্রযুক্তিগত ত্রুটি ছিল এই সমস্ত দিক খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।
এয়ার পিস নাইজেরিয়ার অন্যতম প্রধান বেসরকারি এয়ারলাইন। তাদের বিমান বহরে থাকা বোয়িং ৭৩৭-৩০০ একটি বহুল ব্যবহৃত যাত্রীবাহী বিমান। এই ঘটনাটি বিমানটির নিরাপত্তা এবং বিমানবন্দরের পরিকাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তথ্যসূত্র: এয়ার লাইভ
ডিবিসি/জেআরওয়াই