আন্তর্জাতিক, অন্যান্য

নাইজেরিয়ায় নামাজের সময় মসজিদে বোমা হামলা: নিহত ৫, আহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের একটি জনাকীর্ণ মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ মুখপাত্র নাহুম দাসো বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বোর্নো রাজ্যের রাজধানী মেইদুগুরির গাম্বোরু বাজারের একটি মসজিদে মাগরিবের নামাজের সময় এই বিস্ফোরণ ঘটে। হামলায় আরও অন্তত ৩৫ জন আহত হয়েছেন, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে বিস্ফোরণ পরবর্তী ধস্তস্তূপ ও ধুলোবালি মাখা আতঙ্কিত মানুষকে ছোটাছুটি করতে দেখা গেছে।

 

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে ওই অঞ্চলে জঙ্গি গোষ্ঠী 'বোকো হারাম' এবং তাদের শাখা 'ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স' এর শক্তিশালী উপস্থিতি রয়েছে। ২০০৯ সাল থেকে বোর্নো রাজ্যে একটি ইসলামি খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে বোকো হারাম সশস্ত্র তৎপরতা শুরু করে।

 

এর আগেও এই এলাকায় মসজিদ ও জনাকীর্ণ স্থানে আত্মঘাতী হামলা এবং আইইডি ব্যবহার করে একাধিকবার হামলা চালানো হয়েছে। জঙ্গি দমনে সামরিক অভিযান অব্যাহত থাকলেও উত্তর-পূর্ব নাইজেরিয়ায় বেসামরিক নাগরিকদের ওপর এ ধরনের বিক্ষিপ্ত হামলা পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি।

 

সূত্র: বিবিসি

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন