আন্তর্জাতিক, অন্যান্য

নাইজেরিয়ায় বন্দুকধারীদের অতর্কিত হামলায় ৩ পুলিশ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাটসিনা রাজ্যে পুলিশের একটি নিয়মিত টহল দলের ওপর অতর্কিত হামলা চালিয়েছে সন্দেহভাজন সশস্ত্র একটি দল। এতে তিনজন পুলিশ কর্মকর্তা নিহত এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) স্থানীয় পুলিশ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। কাটসিনা পুলিশের মুখপাত্র আবুবকর সাদিক আলিউ এক বিবৃতিতে জানান, মঙ্গলবার (২৭ জানুয়ারি) গুগা-বাকোরি সড়কে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ সদস্যরা নিয়মিত টহলে থাকাকালে হঠাৎ করেই তাদের লক্ষ্য করে ভারী গুলিবর্ষণ শুরু করে দুর্বৃত্তরা।

 

মুখপাত্র আলিউ আরও বলেন, পুলিশ সদস্যরা অত্যন্ত সাহসিকতার সাথে হামলার জবাব দেয় এবং আক্রমণকারীদের প্রতিহত করতে সক্ষম হয়। তবে এ তীব্র বন্দুকযুদ্ধে তিনজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত অপর দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এক সপ্তাহের মধ্যে ওই অঞ্চলে নিরাপত্তা বাহিনীর ওপর এটি দ্বিতীয় হামলার ঘটনা। নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে, বিশেষ করে গ্রামীণ এলাকাগুলোতে সম্প্রতি ‘ব্যান্ডিট’ বা ডাকাত হিসেবে পরিচিত সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা আশঙ্কাজনক হারে বেড়েছে। গহীন অরণ্যে ঘাঁটি গেড়ে থাকা এই অপরাধী চক্রগুলো নিয়মিত গ্রাম, স্কুল এবং উপাসনালয়ে হামলা চালানোসহ সাধারণ মানুষকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে আসছে। চলমান সামরিক অভিযান সত্ত্বেও এসব অঞ্চলে নিরাপত্তাহীনতা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

 

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে অভিযোগ করেছিলেন যে, নাইজেরিয়া সরকার সেখানের খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে।

 

তবে নাইজেরীয় কর্তৃপক্ষের দাবি, সশস্ত্র গোষ্ঠীগুলো কেবল খ্রিস্টানদের নয়, মুসলমানদেরও সমানভাবে লক্ষ্যবস্তু বানাচ্ছে। তারা আরও জানায়, এই কঠিন পরিস্থিতির মধ্যেও সহিংসতা বন্ধে সরকার ও নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

তথ্যসূত্র: রয়টার্স

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন