আন্তর্জাতিক

নাইজেরিয়ায় স্কুল থেকে অপহৃত ৩১৫ শিশুর মধ্যে ৫০ জন পালিয়ে এসেছে

ডিবিসি ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুল থেকে অপহৃত ৩১৫ শিশুর মধ্যে ৫০ জন পালিয়ে এসেছে। কিন্তু এখনো নিখোঁজ রয়েছে ২৬৫ শিক্ষার্থী ও ১২ শিক্ষক।

শুক্রবার নাইজেরিয়ার নাইজার স্টেটের পাপিরি এলাকার সেন্ট ম্যারিস ক্যাথলিক স্কুলে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী। অপহরণের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ৫০ জন শিশু সাহস করে পালিয়ে আসতে সক্ষম হয়।

 

খ্রিস্টান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া জানিয়েছে, তাদের ইতোমধ্যে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। এরইমধ্যে দেশটির সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে বিশাল একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে। ড্রোন, স্থল অভিযান এবং বিশেষ রুট অবরুদ্ধ করে তল্লাশি চালানো হচ্ছে। এদিকে সোমবারও কেব্বি স্টেটের একটি বোর্ডিং স্কুল থেকে আরও ২০ জন শিক্ষার্থীকে অপহরণ করা হয়।

 

ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় নাইজার, কেব্বি, কাতসিনা, ইয়োবে ও কোয়ারা এই পাঁচটি রাজ্যের অনেক স্কুলকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। জারি করা হয়েছে জরুরি সতর্কতা।
 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন