আন্তর্জাতিক

নাইজেরিয়ায় স্কুল থেকে আরও ২২৭ শিক্ষার্থী ও শিক্ষক অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩১ মিনিট আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাইজেরিয়ার উত্তর-পশ্চিম অঞ্চলে একটি ভয়াবহ অপহরণের ঘটনা ঘটেছে। খ্রিস্টান অ্যাসোসিয়েশন অফ নাইজেরিয়া জানিয়েছে, গত শুক্রবার নাইজার রাজ্যের একটি ক্যাথলিক স্কুল থেকে অন্তত ২২৭ জন ছাত্রছাত্রী ও শিক্ষককে বন্দুকধারীরা অপহরণ করেছে।

অপহৃতদের মধ্যে ২২১ জন শিক্ষার্থী এবং ১২ জন শিক্ষক ছিলেন। এই ঘটনাটি নাইজেরিয়ায় স্কুল থেকে একসঙ্গে এত বেশি সংখ্যক মানুষকে অপহরণের একটি বড় ঘটনা। এর আগে মার্চ ২০২৪ সালে অন্য একটি রাজ্য থেকে ২০০-রও বেশি শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছিল।

 

নাইজার রাজ্যের কর্মকর্তারা সেন্ট মেরিস স্কুল থেকে অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন। রাজ্য সরকার জানিয়েছে, হামলার আশঙ্কায় আবাসিক স্কুলগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু স্কুল কর্তৃপক্ষ সেই নির্দেশ মানেনি। বর্তমানে নিরাপত্তা সংস্থাগুলো অপহৃতদের খুঁজে বের করার জন্য আশেপাশের বনভূমিতে তল্লাশি চালাচ্ছে।

 

এই সপ্তাহেই নাইজেরিয়ার বিভিন্ন স্থানে আরও বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। সোমবার কেব্বি রাজ্য থেকে একটি বোর্ডিং স্কুল থেকে ২৫ জন ছাত্রীকে অপহরণ করা হয়। কোয়ারা রাজ্যে একটি গির্জায় হামলা চালিয়ে ৩৮ জন উপাসককে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা তাদের মুক্তির জন্য জনপ্রতি প্রায় ৬৯,০০০ মার্কিন ডলার মুক্তিপণ দাবি করেছে। 

 

এই ক্রমাগত আক্রমণের কারণে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু তার নির্ধারিত বিদেশ সফর বাতিল করেছেন।

 

তথ্যসূত্র আল জাজিরা

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন