সব নাগরিকের অধিকার সুরক্ষিত করতে পারে, এমন জাতীয় সনদ তৈরি করতে জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। প্রথমবারের মতো সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের যে সুযোগ তৈরি হয়েছে সেই সুযোগ কাজে লাগাতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
শনিবার (১০ই মে) জাতীয় সংসদের এলডি হলে ইউপিডিএফের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এসময় ইউপিডিএফের সংগঠক মাইকেল চাকমা জানান, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল দলটি। পার্বত্য এলাকার নাগরিকরা সবসময় নির্যাতিত হয়ে আসছে দাবি করে এর স্থায়ী প্রতিকার চান মাইকেল চাকমা। এসময় পাবর্ত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসনের দাবিও জানায় দলটি।
ডিবিসি/ অমিত