বিনোদন, টেলিভিশন

নাটকের জনপ্রিয় মুখ তানভীন সুইটির জন্মদিন আজ

বিনোদন ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ৩০শে আগস্ট ২০২৩ ০২:০১:৫০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মঞ্চ, টেলিভিশন এবং নাটকের জনপ্রিয় মুখ তানভীন সুইটির জন্মদিন আজ। ১৯৯১ সালে আফজাল হোসেনের ডায়মন্ড ব্র্যান্ডের বিজ্ঞাপন দিয়ে তার কর্মজীবন শুরু হয়।

১৯৯৫ সালে মঞ্চে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে আগমন হয়েছিল তার। নাট্যদল ‘থিয়েটার’-এর হয়ে প্রথম মঞ্চে অভিনয় করেন সৈয়দ শামসুল হকের গল্পে এবং আতাউর রহমানের নির্দেশনায় ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকে। ২০০৫ সাল নাগাদ তিনি শতাধিক টেলিভিশন নাটকে অভিনয় করেছিলেন।

তার অভিনীত মঞ্চনাটকগুলোর মধ্যে ‘স্পর্ধা’, ‘কৃতদাস’, ‘তোমরাই’, ‘কৃষ্ণকান্তের উইল’, ‘মেরাজ ফকিরের মা’, ‘মেহেরজান আরেকবার’ ইত্যাদি অন্যতম। তিনি ‘গোধুলি লগনে’ নাটকের মাধ্যমে টেলিভিশনে অভিনয় শুরু করেন। ‘সুন্দরী’, ‘জমিলা’, ‘দোকানীর বৌ’, ‘হারাধনার নাত জামাই’ এবং ‘রূপালী নদী’তে অভিনয় করে জনপ্রিয়তা পান।

আবু সাঈদ পরিচালিত বাঁশি (২০০৮) চলচ্চিত্রে অভিনয় করেন। দি ডিরেক্টর (২০১৯) ও আগস্ট ১৯৭৫ (২০২১) তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র।

সুইটি টেলিভিশন নাটকও তৈরি করেছেন। তার ‘শঙ্খচিল’ নামে একটি নাটক নির্মাণ প্রতিষ্ঠান আছে।

১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর বিয়ে করেন তানভীন সুইটি। তার স্বামীর নাম রিপন।

ডিবিসি/আরপিকে

আরও পড়ুন