নাটোরের বড়াইগ্রামে অজানা প্রাণীর আতঙ্কে এলাকাবাসী। গতকাল সোমবার (১০ জুন) থেকে এরই মধ্যে ১৫ জনকে কামড়ে আঁচড়ে আহত করেছে এই অজ্ঞাত প্রাণীটি। আহতদের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে কেউবা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
প্রাণীটি দেখতে নাকি হায়নার মতো। কেউবা বলছেন এটি বন বিড়ালের মতো। কিন্তু কেউই এর আসল বর্ণনা দিতে পারছেন না। সবাই আছেন হামলার আতঙ্কে। ঘটনাটি ঘটেছে উপজেলার বনপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড মহিষভাঙ্গা দক্ষিণপাড়া। হামলার ঘটনায় আহতরা হলেন সহিদুল ইসলাম রিপনের মেয়ে মোছা. রাইসা (৬) রফিকুল ইসলাম মৃধার স্ত্রী মোছাঃ মহিমা বেগম মৃত সুলাত ভান্ডারের ছেলে মোহা. জালেম উদ্দিন। তারা বিভিন্ন ক্লিনিক এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম জানান, এ ধরনের কোনো খবর তারা জানেন না। তিনি এখন খোঁজ নিয়ে দেখবেন আসলে ঘটনাটি কি ঘটেছে। পাটোয়ারী জেনারেল ক্লিনিক এর চিকিৎসক জানান, তাদের কাছে যে রোগী এসেছে তাকে কি ধরনের প্রাণী কামড়েছে বা আঁচড় দিয়েছে তা শনাক্ত করা সম্ভব হয়নি। তবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডিবিসি/ এসএইচ