বাংলাদেশ, জেলার সংবাদ

নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শতবর্ষী বৃদ্ধের

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১০ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মো. মান্নান মিয়া (১০০) নামে এক শতবর্ষী বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (৪ঠা আগস্ট) দুপুরে উপজেলার ভেল্লাবাড়ীয়া বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মান্নান মিয়া উপজেলার নগরকয়া গ্রামের মৃত আকবর মিয়ার ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ভেল্লাবাড়ীয়া বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ মান্নান মিয়া। এ সময় একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে, রাজশাহীতে নেওয়ার পথে বিকেলে বাঘা বাস টার্মিনাল এলাকায় তার মৃত্যু হয়।

 

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করার জন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

 

ডিবিসি/আরএসএল 

আরও পড়ুন