বাংলাদেশ, জেলার সংবাদ

নাটোরে অতিরিক্ত ঠান্ডায় রেললাইনে ফাটল

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ৮ই ডিসেম্বর ২০২৫ ০১:৩৩:২৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকায় রেললাইনে ফাটল দেখা দেওয়ায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়েছে। রেলকর্মী ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, অতিরিক্ত ঠান্ডার কারণেই এই ফাটল দেখা দিয়েছে।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই রেলওয়ের মেরামত কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত কাজ শুরু করেন।

 

জানা যায়, আজ সোমবার (৮ই ডিসেম্বর) সকালে মাধনগর রেল স্টেশনের দক্ষিণে ২৫৩ নম্বর পিলারের কাছে স্থানীয়রা প্রথম ফাটলটি দেখতে পান। স্থানীয় এলাকাবাসী ও গ্রাম পুলিশ নাজমুল হোসেন জানান, ফাটলটি মাধনগর রেলস্টেশনের দক্ষিণে এনড়ার পাড় এলাকার ১ নম্বর লাইনে নজরে আসে।

 

এই বিষয়ে রেলওয়ের ট্রলিম্যান জুলফিকার হোসেন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং রেলওয়ের কর্মীরা দ্রুত মেরামতের কাজ করছেন। সতর্কতা হিসেবে বর্তমানে ঐ লাইনে ট্রেন ধীর গতিতে চলাচল করছে।

 

সকাল সাড়ে ১১ টার দিকে রেলওয়ের মেরামত কর্মীরা ফাটল মেরামতের কাজ শেষ করেন। ঘটনাস্থল নলডাঙ্গা থানা পুলিশও পরিদর্শন করেছেন।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন