জেলার সংবাদ

নাটোরে আটটি মশালসহ ছাত্রলীগ কর্মী আটক

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ১৫ই নভেম্বর ২০২৩ ১১:১৫:১৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাটোরে আটটি মশালসহ তাশরিক জামান রিফাত নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ( ১৪ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে শহরের হাফ রাস্তা এলাকার নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে তাকে আটক করা হয়। 

আটক তাশরিক জামান রিফাত উপশহর এলাকার জনৈক মোস্তফা জামানের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, নাটোর শহরের হাফরাস্তা এলাকায় নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পাশে একটি বাড়িতে দুর্বৃত্তরা নাশকতার পরিকল্পনা করছে। এ সময় পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করলে বেশ কয়েকজন দুর্বৃত্ত সেখান থেকে পালিয়ে গেলেও পুলিশ রিফাত নামের একজনকে আটক করে। তাকে আটকের সময় সেখান থেকে আটটি মশাল জব্দ করা হয়।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন জানান, আগামী ১৫ এবং ১৬ নভেম্বরের অবরোধকে কেন্দ্র করে সেখানে নাশকতার পরিকল্পনা করে থাকতে পারে। তবে আটক রিফাত নিজেকে ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি বলে দাবি করেন। 

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ-বিন আজিজ জানান, ছাত্রলীগের কোন পৌর কমিটি নাই। তবে রিফাত ছাত্রলীগ এর রাজনীতির সাথে জড়িত। একটি সূত্র দাবি করছে আটক তাশরিক জামান রিফাত চাকুরির সুবাদে ঢাকায় থাকেন। এই ঘটনায় তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এটি এক ধরনের ষড়যন্ত্র।


ডিবিসি/কেএমএল

আরও পড়ুন