বাংলাদেশ, জেলার সংবাদ

নাটোরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচি খুন

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ২০শে জুলাই ২০২৫ ০৫:৪৭:৪২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাটোরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে চাচি খালেদা বেগম (৪৫) নিহত হয়েছেন এবং তার ছেলে সেলিম গুরুতর আহত হয়েছেন।

আজ (২০শে জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলার নলডাঙ্গা উপজেলার নশরতপুর গ্রামে এই ঘটনা ঘটে।

 

পুলিশ সূত্রে জানা যায়, নশরতপুর গ্রামের দুই ভাই আব্দুল খালেক ও আব্দুল বারেকের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে গতকাল তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে আব্দুল খালেকের ছেলে মেহেদী হাসান তার চাচা আব্দুল বারেকের বাড়িতে ঢুকে চাচি খালেদা বেগম ও চাচাতো ভাই সেলিমের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান।

 

পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খালেদা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত সেলিম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই অভিযুক্ত মেহেদী হাসানকে আটক করা হয়েছে। এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের না হলেও, অভিযোগ পাওয়া মাত্রই আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

ডিবিসি/এমএআর

আরও পড়ুন