নাটোরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বসার জায়গা না পেয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উপস্থিতিতেই কথা কাটাকাটিতে জড়িয়েছেন জুলাই যোদ্ধারা। এছাড়া পুলিশের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে ক্রীড়া উপদেষ্টার অনুষ্ঠান বর্জন করেছে জেলা বিএনপির নেতারা।
আজ শনিবার (৯ই আগস্ট) এই পৃথক দুইটি ঘটনা নাটোর সদর এলাকায় সংঘটিত হয়।
জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কানাইখালিতে নবনির্মিত সদর উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন করেন। উদ্বোধন পর্ব শেষে তিনি জেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভায় অংশ নিতে যান।
জুলাই যোদ্ধারাও সেই সভায় যোগ দিতে আসেন। কিন্তু মিলনায়তনে তাদের জন্য কোনো নির্দিষ্ট আসন না থাকায় তারা দাঁড়িয়ে থাকেন। বিষয়টি নিয়ে একপর্যায়ে তাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তারা চিৎকার করে প্রতিবাদ জানাতে শুরু করলে সভাস্থলে হট্টগোল সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত হস্তক্ষেপ করেন এবং তাদের জন্য বসার ব্যবস্থা করে দিলে পরিস্থিতি শান্ত হয়।
এর আগে, স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বাধার শিকার হন বলে অভিযোগ করেছে জেলা বিএনপি। শহরের বড় হরিশপুরে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ অভিযোগ করেন যে, জেলা প্রশাসনের আমন্ত্রণ পেয়েই তারা অনুষ্ঠানে গিয়েছিলেন। কিন্তু স্টেডিয়ামের প্রবেশমুখে গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা তাদের বাধা দেয়। এই আচরণের প্রতিবাদে তারা অনুষ্ঠান বর্জন করে ফিরে আসেন।
তবে বিএনপির অভিযোগ অস্বীকার করেছেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল্লাহ হাসিব। তিনি জানান, ক্রীড়া উপদেষ্টার অনুষ্ঠানে বিএনপি নেতাদের প্রবেশে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি। তবে, নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে একসঙ্গে অনেক নেতাকর্মীকে প্রবেশ না করে ধাপে ধাপে প্রবেশের জন্য অনুরোধ করা হয়েছিল।
ডিবিসি/এএমটি