নাটোরের গুরুদাসপুরে দাঁড়িয়ে থাকা একটি রডবোঝাই ট্রাকের পেছনে আরেকটি রডবোঝাই ট্রাকের ধাক্কায় চালকের সহকারী নিহত এবং চালক আহত হয়েছেন। মঙ্গলবার (২৯শে জুলাই) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার কাছিকাটা টোলপ্লাজার পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সহকারীর নাম আবু সাঈদ (১৮)। তিনি রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা থানার উত্তর বালিয়া গ্রামের এনামুল হকের ছেলে। আহত চালক নাসিম হোসেন (২৫) একই গ্রামের টিটু মিয়ার ছেলে। তাকে গুরুতর অবস্থায় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি রডবোঝাই ট্রাক চালাচ্ছিলেন সহকারী আবু সাঈদ। মূল চালক নাসিম হোসেন পাশে বসা ছিলেন। ট্রাকটি কাছিকাটা টোলপ্লাজার কাছে টোল দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন দিক থেকে আরেকটি ট্রাক এসে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আবু সাঈদের মৃত্যু হয় এবং নাসিম আহত হন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, দুটি ট্রাকই জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডিবিসি/এমএআর