চিকিৎসক না হয়েও দিনের পর দিন ডাক্তার পরিচয় দিয়ে সেবা দেওয়ার অভিযোগ উঠেছে নাটরের সিংড়া উপজেলার এস এম হান্নান নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৯শে সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার কালিগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হা-মীম তাবাসসুম প্রভা।
জানা যায়, দীর্ঘদিন যাবত নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন হান্নান। বিষয়টি জানার পর বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৪ ধারায় ১ লক্ষ টাকা অর্থদণ্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এছাড়া গত বুধবার বিকেলে একই বাজারে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৬জনকে ৬টি মামলায় ১লক্ষ ৪০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ প্রদান করা হয়।
ডিবিসি/এসকে