বাংলাদেশ, জেলার সংবাদ

নাটোরে পুলিশ পরিচয়ে বিকাশ কর্মীকে অপহরণ, ভুয়া পুলিশ আটক

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৪ঠা সেপ্টেম্বর ২০২৫ ০২:২৩:৪৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাটোরের বড়াইগ্রামে পুলিশ পরিচয় দিয়ে এক বিকাশ কর্মীকে অপহরণের ঘটনা ঘটেছে। এসময় অপহরণ চক্রের এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

তবে চক্রের বাকি সদস্যরা অপহৃত বিকাশ কর্মীকে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

 

বৃহস্পতিবার (৪ঠা সেপ্টেম্বর) উপজেলার মহিষভাঙ্গা নটাবাড়িয়া জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত বিকাশ কর্মীর নাম আতিকুল এবং আটক ব্যক্তির নাম সালেহ আহমেদ, যিনি কুমিল্লার লাকসাম এলাকার বাসিন্দা।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাশ কর্মী আতিকুল বনপাড়া থেকে মোটরসাইকেলে করে মৌখাড়া বাজারে যাওয়ার পথে একটি সাদা হাই-এস মাইক্রোবাস তার পথরোধ করে। গাড়ি থেকে কয়েকজন ব্যক্তি নেমে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে আতিকুলকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। এসময় তার এক সহকর্মী বাধা দিতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।

 

পরে অপহরণ চক্রের সদস্য সালেহ আহমেদ অপহৃতের মোটরসাইকেলটি নিতে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। তারা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি পিছু হটতে থাকেন। খবর পেয়ে বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে নিজেদের হেফাজতে নেয়।

 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, 'আটক ব্যক্তিকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপহৃতকে উদ্ধার ও জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন