জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বালিকা অনূর্ধ্ব ১৭ জেলা পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে নাটোরের স্থানীয় শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রথমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বালিকা অনূর্ধ্ব-১৭ মেয়েদের ফাইনাল খেলায় সিংড়া বালিকা অনূর্ধ্ব-১৭ দলের সাথে লালপুর বালিকা অনূর্ধ্ব-১৭ দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এই খেলায় লালপুর বালিকা অনূর্ধ্ব-১৭ দলকে ৩-০ গোলে হারায় সিংড়া বালিকা অনূর্ধ্ব-১৭ দল।
এরপর অনুষ্ঠিত হয় বালক অনূর্ধ্ব-১৭ দলের ফাইনাল খেলা। এই খেলায় নাটোর পৌরসভা বালক অনূর্ধ্ব-১৭ দলের সাথে মুখোমুখি হয় গুরুদাসপুর বালক অনূর্ধ্ব-১৭ দল। এই খেলায় গুরুদাসপুর বালক অনূর্ধ্ব-১৭ দলকে ২-০ গোলে পরাজিত করে নাটোর পৌরসভা বালক অনূর্ধ্ব-১৭ দল।
মেয়েদের খেলায় সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান সিংড়ার রেখা এবং সেরা খেলোয়ারের পুরস্কার পান লালপুরের মণি।
ছেলেদের খেলায় সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান নাটোর পৌরসভা অনূর্ধ্ব-১৭ দলের আরিফ এবং সেরা খেলোয়ার নির্বাচিত হন একই দলের সাকিব।
এ সময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, নাটোর সদর-নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ, গুরুদাসপুরের সহকারী কমিশনার ভূমি আবু রাসেল, জেলা ক্রীড়া সংস্থার অফিসার রফিকুল ইসলাম প্রমূখ।
গত ২৮ মে এই টুর্নামেন্ট শুরু হয়ে আজ ৩১ মে ফাইনাল খেলার মধ্যে দিয়ে সমাত্প হয়।