বাংলাদেশ, জেলার সংবাদ

নাটোরে বাঁকা মুখের তোতাপুরি ছাগল

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

শুক্রবার ১লা জুলাই ২০২২ ০৮:২৪:৪১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাঁকা মুখের তোতাপুরি ছাগল ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠছে নাটোরের বিভিন্ন গ্রামে। এখনো বাণিজ্যিকভাবে তেমন বেচাকেনা না হলেও সৌন্দর্যের কারণে অনেক বেশি দামে কিনছেন ক্রেতারা।

নাটোর সদরের লক্ষীপুর খোলাবাড়ীয়া ঔষধী গ্রামের মান্নান শেখ পেশায় খামারি। তার খামারে রয়েছে ২০টি তোতাপুরি ছাগল। দেখতে বিচিত্র রকমের হওয়ায় এই ছাগল দৃষ্টি কাড়ে অনেকের। প্রথমে এক লাখ টাকায় দুটি ছাগল কিনেছিলেন তিনি। মাত্র তিন মাসের মাথায় ছাগলের দুটি বাচ্চা বিক্রি করেছিলেন ৮৫ হাজার টাকায়। এর মাধ্যমেই অসচ্ছল সংসারে স্বচ্ছলতার যাত্রা শুরু।

 

দেশি ছাগল পালন করে তেমন একটা লাভ না হওয়ায় তোতাপুরি পালন শুরু করেন খামারিরা। ভবিষ্যতে এই ছাগলে বাণিজ্যিকভাবে বেচাকেনা হবে বলে আশা করেন নাটোরের প্রাণিসম্পদ কর্মকর্তা।

 

এই ধরনের ছাগল হাটে বাজারে তেমন বিক্রি না হলেও অনলাইনের মাধ্যমে বিক্রি করে লাভবান হচ্ছেন খামারিরা।

আরও পড়ুন