নাটোরের বড়াইগ্রামে প্রশাসনের তৎপরতায় একদিনে দুটি বাল্যবিয়ে পণ্ড হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) পৃথক দুটি অভিযানে ভ্রাম্যমাণ আদালত একজনকে কারাদণ্ড এবং অন্যজনকে অর্থদণ্ড দেওয়া হয়।
প্রথম ঘটনাটি ঘটে উপজেলার ফুলবতী গ্রামে। সেখানে ১৪ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বালিকাবধূ নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন বর রতন সরদার। এমন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর সেখানে হাজির হলে কনে ও বরের বাবা-মা পালিয়ে যান। পরে স্থানীয়দের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বর রতন সরদারকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
দণ্ডপ্রাপ্ত রতন বড়াইগ্রাম পৌরশহরের লক্ষ্মীকোল এলাকার ইদ্রিস সরদারের ছেলে। কনেকে তার স্বজনদের জিম্মায় দেওয়া হয়েছে এবং রাতেই বরকে জেলহাজতে পাঠানো হয়।
এর আগে একই দিনে সকালে কুমরুল গ্রামে ১৬ বছর বয়সী এক কিশোরীর বিয়ের আয়োজন চলাকালীন অভিযান চালায় প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিত হয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর এই অভিযানগুলো পরিচালনা করেন। বাল্যবিয়ের আয়োজন করার দায়ে কনের পিতা আব্দুর রশিদকে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ডিবিসি/টিবিএ