বাংলাদেশ, জেলার সংবাদ

নাটোরে রেললাইনে তালাসহ শিকল লাগিয়ে নাশকতার চেষ্টা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

সোমবার ৪ঠা আগস্ট ২০২৫ ১১:৩০:২৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাটোরের নলডাঙ্গায় রেললাইনে লোহার শেকল পেঁচিয়ে তালা লাগিয়ে রেখেছিল দুর্বৃত্তরা। রবিবার রাত ১০টার দিকে উপজেলার মাধনগর রেলস্টেশনের অদূরে এই ঘটনা ঘটে।

পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে শেকলটি কেটে ফেলা হলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় একাধিক ট্রেন। তবে এই ঘটনায় ওই রুটে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাধনগর স্টেশনের দক্ষিণ দিকে পলাশতলা এলাকায় রেললাইনের ওপর শেকল দিয়ে তালা লাগানো দেখতে পান একজন পথচারী। তিনি দ্রুত বিষয়টি স্থানীয়দের জানালে নলডাঙ্গা থানা পুলিশ ও স্টেশনমাস্টারকে খবর দেওয়া হয়।

 

খবর পেয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। যেহেতু ঘটনাটি রেললাইনের, তাই রেলওয়ে পুলিশ এবং রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়। 

 

পরে নওগাঁর আত্রাই উপজেলা থেকে একজন মিস্ত্রিকে নিয়ে আসা হয় এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় গ্যাস কাটার দিয়ে শেকলটি কাটা হয়। উদ্ধারকৃত তালাসহ শেকলটি বর্তমানে মাধনগর স্টেশন মাস্টারের কার্যালয়ে রাখা হয়েছে।

 

এই ঘটনার কারণে ঢাকাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি প্রায় ৩ ঘণ্টা, নীলসাগর এক্সপ্রেস ২ ঘণ্টা এবং একতা এক্সপ্রেস ৩০ মিনিট বিলম্বে চলাচল করে। শেকল অপসারণের পর রাত প্রায় ১১টা থেকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, "খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি, যদিও এলাকাটি রেলওয়ে পুলিশের অধীন।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেন দুর্ঘটনা ঘটিয়ে নাশকতার উদ্দেশ্যে কেউ বা কারা এই কাজটি করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এর সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।"

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন