বাংলাদেশ, জেলার সংবাদ

নাটোরে স্ত্রীর চিকিৎসার টাকা জোগাতে ভ্যানচালক বন্ধুকে হত্যা

সিনিয়র রিপোর্টার, রাজশাহী

ডিবিসি নিউজ

শনিবার ২রা আগস্ট ২০২৫ ০৫:২৮:২৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাটোরে অন্তঃসত্ত্বা স্ত্রীর চিকিৎসার টাকা জোগাড় করতে ভ্যানচালক বন্ধুকে হত্যার পর ভ্যান ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় মূল অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ শনিবার (২রা আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, নিহত ভ্যানচালক জিহাদ এবং অভিযুক্ত সাগর প্রামাণিক ও সুলতান প্রামাণিক পরস্পরের বন্ধু ছিলেন এবং একসাথেই আড্ডা দিতেন।

 

সাগরের স্ত্রী গর্ভবতী হওয়ায় তার চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন হয়। এই ব্যয় মেটাতে তিনি তার বন্ধু সুলতানের সাথে জিহাদের ভ্যানটি চুরি করার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী, গত ৩০ জুলাই সন্ধ্যায় সিংড়া উপজেলার চৌগ্রাম বাজারে তারা জিহাদকে চেতনানাশক দ্রব্য খাওয়ান। জিহাদ জ্ঞান হারালে তাকে চলনবিলে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর তার মরদেহ পানিতে ফেলে ভ্যান নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।

 

এর পরদিন, ৩১ জুলাই রাতে সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের কলেজপাড়া এলাকা থেকে জিহাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর র‍্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে এবং শুক্রবার রাতে নাটোরের সিংড়া থেকে সাগর প্রামাণিক ও সুলতান প্রামাণিককে আটক করে।

 

র‍্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃতরা বন্ধুকে হত্যার কথা স্বীকার করেছেন। ছিনতাই হওয়া ভ্যান এবং নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

 

লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে নাটোর থানায় হস্তান্তর করা হয়েছে। 

ডিবিসি/এমএআর

আরও পড়ুন