জামালপুরের মেলান্দহ উপজেলার জবেদা আক্তার। বয়স যখন মাত্র দেড় বছর, পারিবারিক কলহের জেরে বিচ্ছেদ হয়ে যায় তার বাবা-মায়ের। তারপর বিয়ে করে দুজনেই সংসার পাতেন অন্যত্র। আর শিশু জবেদার আশ্রয় হয় নানার বাড়িতে।
অভাব-অনটনের মধ্যেও জবেদাকে পরম স্নেহে লালন-পালন আর লেখাপড়া করান নানার বাড়ির লোকজন। তাদের স্বপ্ন ছিলো বড় হয়ে স্বাবলম্বী হতে পারবে সে। তাদের সে লালিত স্বপ্নই এবার পূরণ করলেন জবেদা! তাও আবার মাত্র ১২০ টাকায়!
জামালপুরে ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল পদে মাত্র ১২০ টাকা সরকারি আবেদন ফি দিয়ে কোন রকম ঘুষ ছাড়াই সম্পূর্ণ মেধা ও যোগ্যতার মাপকাঠিতে চাকরী পেয়ে স্বপ্ন পূরণ করতে পেরেছেন জবেদা আক্তার। এ সময় সরকারি চাকুরী পাওয়ার আনন্দ আর নানা বাড়ির অবদানের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। শুধু জবেদা আক্তারই নয়, জামালপুরে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে ৩২ জন নারী-পুরুষ পুলিশে চাকরী পেয়ে উচ্ছ্বসিত।
রবিবার (৩১শে আগস্ট) বিকেলে জামালপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে কনস্টেবল পদে চাকরীর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
মেধা এবং যোগ্যতার ভিত্তিতে মোট ৯টি ধাপ অতিক্রম করে যোগ্যতার প্রমাণ দিতে হয়েছে তাদের। প্রাথমিকভাবে ৩২ জনকে বাছাই করা হলেও, পরবর্তী সময়ে ফিজিক্যাল টেস্ট ভেরিফিকেশন করে ট্রেনিং শেষ করেই বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল হিসেবে যোগদান করবেন তারা।
ডিবিসি/এফএইচআর