জাতীয়, স্বাস্থ্য

পঙ্গু হাসপাতাল: সেবা নিয়ে নানা অভিযোগ রোগীদের

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

রবিবার ২১শে জুন ২০২০ ০৩:৫৪:০৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পঙ্গু হাসপাতালে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা ভোগান্তিতে, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। 

অভিযোগের অন্ত নেই রাজধানীর পঙ্গু হাসপাতালকে ঘিরে। পদে পদে অনিয়মই এখানে নিয়ম হয়ে দাড়িয়েছে। ফলে বিপদে পড়ছেন দূর দূরান্ত থেকে আসা রোগীরা।  নানা সমস্যার কথা স্বীকার করে হাসপাতাল পরিচালক বলছেন, সমাধানের চেষ্টা করা হচ্ছে।

মনির হোসেন। শরিয়তপুর থেকে এসেছেন রাজধানীর পঙ্গু হাসপাতালে। মূল চিকিৎসা পাবার আগে পরীক্ষা-নিরীক্ষায়ই নানা ভোগান্তিতে পড়েছেন তিনি। তিনি জানান, আমার মেরুদন্ডের হাড় ভেঙ্গে গেছে তার চিকিৎসা করাতেই আসছি। কিন্তু এখানে এসে আমাকে নানা ধরনের পরীক্ষার কথা বলা হচ্ছে। এখানে পরীক্ষা করাতে চাইলে তারা জানান তাদের নাকি মেশিন নষ্ট। এসব পরীক্ষা অন্য জায়গায় করাতে অনেক বেশি টাকা লাগে।

পায়ে আঘাত নিয়ে পঙ্গু হাসপাতালেই ভর্তি থাকা রোগীকেও বাইরে যেতে হচ্ছে পরীক্ষার জন্য। তিনি জানান, ডাক্তার আমাকে যে টেস্ট করাতে দিছে তা নাকি এখানে করানো যাবে না। অন্য জায়গায় করাতে হবে। আমাকে ভাঙ্গা পা নিয়েই এখন অন্য জায়গায় যেতে হচ্ছে।

মাসুম বিল্লাহ নামে এক রোগী এসেছেন কুষ্টিয়া থেকে। কিন্তু কবে কাঙ্খিত সেবা পাবেন জানা নেই তার। অভিযোগ রয়েছে, প্রতি ধাপে ভুগতে হচ্ছে রোগীদের। দিতে হচ্ছে বাড়তি টাকা।

পঙ্গু  হাসপাতালের পরিচালক স্বীকার করছেন এমন নানা সামস্যার কথা। বলছেন, সমাধানের চেষ্টা করছেন। পঙ্গু হাসপাতাল পরিচালক অধ্যাপক ডা. মোঃ আব্দুল গনি মোল্লাহ বলেন, আমাদের হাসপাতালে কিছু সমস্যা আছে তা আমরা জানি। কিন্তু কিছু কারণ এবং জনবলের অভাবে আমরা সব সমস্যার সমাধান করতে পারছি না। তারপরও আমরা আমাদের সাধ্যমত স্বাস্থ্য সেবা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি।

আরও পড়ুন