নানা চড়াই-উতরাই পেরিয়ে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়।
১৯৭৯ সালের এই দিনে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার মধ্যবর্তী স্থানে স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এর যাত্রা শুরু হয়।
বর্তমানে ৯টি অনুষদের অধীনে ৩৬টি বিভাগে প্রায় ১৭ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন এবং বিশ্বসেরা গবেষকের তালিকায়ও শিক্ষকদের স্থান রয়েছে। তবে সেশনজট, শ্রেণিকক্ষ সংকট, দুর্বল গবেষণার মান এবং সনদ উত্তোলনে দীর্ঘসূত্রিতার মতো পাহাড়সম সংকট এখনও কাটেনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ জানিয়েছেন, জুলাই পরবর্তী নতুন প্রশাসন বিদ্যমান সংকট নিরসনে প্রতিজ্ঞাবদ্ধ এবং প্রতিষ্ঠাকালীন লক্ষ্য বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়টি বিশ্ব দরবারে এগিয়ে যাবে।
ডিবিসি/এএমটি