বাংলাদেশ, রাজধানী, বিজ্ঞান ও প্রযুক্তি

নানা আয়োজনে উদযাপিত হচ্ছে গণঅভ্যুত্থান দিবস

ডেস্ক ‍নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৫ই আগস্ট ২০২৫ ০৬:৪৬:২৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সরকার পতনের এক বছর পূর্তিতে নানা আয়োজনে জাতীয় গণঅভ্যুত্থান দিবস উদযাপিত হচ্ছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ছাত্র-জনতার ঢল নেমেছে। তবে উৎসবে শামিল হওয়া জনতার অনেকেই বলছেন, গত এক বছরে তাদের প্রত্যাশা আশানুরূপ পূরণ হয়নি। সংস্কার ছাড়া কোনো নির্বাচন মানা হবে না বলে তারা জোরালো দাবি জানান।

ঠিক এক বছর আগে ৫ই আগস্ট স্বৈরশাসকের পতনের পর বাঁধভাঙা আনন্দে রাজপথে নেমেছিল দেশের সব বয়সের মানুষ। সেই স্মৃতিচারণে আবারও মানিক মিয়া অ্যাভিনিউতে নবীন-প্রবীণ এবং শিশু-কিশোরদের এক অভূতপূর্ব সমাবেশ ঘটে। সবার হাতে ও কপালে ছিল বাংলাদেশের পতাকা, মুখে ছিল স্লোগান।
 

উৎসবের মধ্যে গ্যাস বেলুন বিস্ফোরণের একটি ঘটনা সাময়িক বিপত্তি ঘটালেও জনতার উৎসাহে ভাটা পড়েনি। গত বছর যে সময়ে স্বৈরশাসনের অবসান হয়েছিল, ঠিক সেই ক্ষণকে স্মরণ করে দুপুর ২টা ২৫ মিনিটে প্রতীকীভাবে আকাশে একযোগে বেলুন ওড়ানো হয়।


উদযাপনে অংশ নেওয়া মানুষের চোখেমুখে ছিল একটি নতুন বাংলাদেশের স্বপ্ন। তরুণ প্রজন্মের প্রতিনিধিরা বার্তা দেন, নতুন বাংলাদেশে আর কেউ যেন ফ্যাসিবাদের মতো আচরণ করার সুযোগ না পায়। দিনব্যাপী এই আয়োজনে মানিক মিয়া অ্যাভিনিউর সড়কে 'জুলাই পুনর্জাগরণে' শীর্ষক অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা সংগীত ও অন্যান্য পরিবেশনায় অংশ নেন, যা উপস্থিত জনতা উপভোগ করে।
 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন