বাংলাদেশ, জেলার সংবাদ

নাফ নদীতে মিয়ানমার অংশে ব্যাপক গোলাগুলি

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীর মিয়ানমার অংশে নবী হোসেন গ্রুপ ও আরাকান আর্মির মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে।

শনিবার (১৩ই ডিসেম্বর) ভোর থেকে শুরু হওয়া এই সংঘর্ষে সীমান্তের এপারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। টানা দুই ঘণ্টা ধরে চলা মুহুর্মুহু গুলির শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা।

 

স্থানীয় ইউপি সদস্য সিরাজুল মোস্তফা জানান, মিয়ানমার থেকে ছোড়া গুলি হোয়াইক্যং বাজারের পাশের একটি বাড়ি ও গাছে আঘাত হেনেছে। গোলাগুলির তীব্রতায় বিলাসীর দ্বীপ, তোতার দ্বীপ, তুলাতলী ও বালুখালী এলাকার মানুষ ভয়ে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন