বাংলাদেশ, জেলার সংবাদ

নাফ নদী থেকে আরও ১২ জেলেকে অপহরণ করল আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ২৩শে আগস্ট ২০২৫ ০৮:২৯:০১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে আবারও একটি মাছ ধরার ট্রলারসহ ১২ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

শনিবার (২৩শে আগস্ট) দুপুর দেড়টার দিকে শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদীতে এই ঘটনা ঘটে। জেলেরা বঙ্গোপসাগর থেকে মাছ ধরে টেকনাফে ফিরছিলেন।

 

শাহপরীর দ্বীপ জেটি ঘাট ট্রলার মালিক সমিতির সভাপতি গফুর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, শাহপরীর দ্বীপের সুলতান আহমদের ছেলে মোহাম্মদ ওসমানের মালিকানাধীন ‘এফবি ওসমান’ নামের ট্রলারটিসহ জেলেদের অপহরণ করা হয়। আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে ধাওয়া করে জেলেদের জিম্মি করে নিয়ে যায়। তিনি আরও জানান, বিষয়টি প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

 

অপহৃত জেলেরা হলেন— লাল মিয়ার ছেলে মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ রশিদের ছেলে মোহাম্মদ আমিন (৩৪), মৃত আবদুল করিমের ছেলে ফজল করিম (৫২), আবদুল মজিদের ছেলে কেফায়েত উল্লাহ (৪০), শামসুল আলমের ছেলে সাইফুল ইসলাম (২৩), মৃত নুর বশরের ছেলে সাদ্দাম হোসেন (৪০), মুস্তাক আহমদের ছেলে মো. রাসেল (২৩), আব্দুর রহমানের ছেলে মো. সোয়াইব (২২), নুরু ইসলামের ছেলে আরিফ উল্লাহ (৩৫), ফরিদ আলমের ছেলে মোহাম্মদ মোস্তাক (৩৫), নুর আহমদের ছেলে নুরুল আমিন (৪৫) এবং মোহাম্মদ আমিনের ছেলে মো. আরফান (২৩)। তারা সবাই শাহপরীর দ্বীপের বিভিন্ন এলাকার বাসিন্দা।

 

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, "বিষয়টি আমি শুনেছি, তবে অপহৃতদের পরিবারের পক্ষ থেকে আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আমরা আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছি।"

 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, শাহপরীর দ্বীপ কোস্টগার্ড ও স্থানীয়দের মাধ্যমে তিনি বিষয়টি জেনেছেন এবং সংশ্লিষ্টদের অবহিত করেছেন। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। তবে, এ প্রসঙ্গে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

উল্লেখ্য, এই ঘটনার আগেও দুই দফায় অপহৃত ৭ জন জেলে এখনও আরাকান আর্মির হাতে জিম্মি রয়েছেন, যাদের ফেরত আনা সম্ভব হয়নি। এর মধ্যে গত ১২ই আগস্ট নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে ৫ জন এবং ৫ই আগস্ট নাফ নদীর জলসীমানা থেকে ২ জনকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল।

 

গত বছরের ডিসেম্বর মাস থেকে এখন পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি মোট ২২৩ জন বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে। এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রচেষ্টায় বিভিন্ন সময়ে ১৮৯ জন জেলে এবং ২৭টি ট্রলার ও নৌকা ফেরত আনা সম্ভব হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন