অধিকৃত পশ্চিম তীরে রাস্তার ধারে নামাজ পড়ার সময় এক ফিলিস্তিনি নাগরিকের ওপর গাড়ি চালিয়ে দিয়েছেন এক ইসরায়েলি রিজার্ভ সেনা।
গতকাল বৃহস্পতিবার (২৫শে ডিসেম্বর) এই ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত ওই সেনাকে বরখাস্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
ফিলিস্তিনি টিভিতে সম্প্রচারিত এবং বার্তা সংস্থা রয়টার্স কর্তৃক যাচাইকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, বেসামরিক পোশাক পরা এক ব্যক্তি একটি অফ-রোড গাড়ি নিয়ে রাস্তার পাশে নামাজরত এক ফিলিস্তিনির ওপর দিয়ে চালিয়ে দিচ্ছেন। গাড়ি চালকের কাঁধে একটি বন্দুক ঝুলছিল।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাড়ি চাপা দেওয়ার ঘটনার আগে ওই এলাকায় গুলির ঘটনাও ঘটেছিল। ভিডিও ফুটেজ হাতে পাওয়ার কথা স্বীকার করে সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, অভিযুক্ত ব্যক্তি একজন রিজার্ভ সেনা ছিলেন।
ইসরায়েলি সেনাবাহিনী এই ঘটনাকে "কর্তৃত্বের গুরুতর লঙ্ঘন" হিসেবে অভিহিত করেছে। শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ওই রিজার্ভ সদস্যের সামরিক চাকরি তাৎক্ষণিকভাবে সমাপ্ত করা হয়েছে এবং তার ব্যবহৃত অস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়েছে।
ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত সাবেক এই সেনাকে বর্তমানে গৃহবন্দি করে রাখা হয়েছে। তবে এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে ইসরায়েলি পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।
হামলার শিকার ওই ফিলিস্তিনি ব্যক্তি ঘটনার পরপরই চিকিৎসার জন্য হাসপাতালে যান। তবে সৌভাগ্যবশত তিনি গুরুতর আহত হননি এবং বর্তমানে নিজ বাড়িতে সুস্থ অবস্থায় রয়েছেন।
জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বেসামরিক বা বসতি স্থাপনকারীদের হামলার ক্ষেত্রে চলতি বছরটি ছিল রেকর্ডের দিক থেকে সবচেয়ে সহিংস। এসব হামলায় এ বছর ৭৫০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।
জাতিসংঘের তথ্যে আরও উঠে এসেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ১৭ অক্টোবরের মধ্যে পশ্চিম তীরে নিরাপত্তা বাহিনীর অভিযান এবং বসতি স্থাপনকারীদের সহিংসতায় এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ের মধ্যে ফিলিস্তিনিদের হামলায় নিহত হয়েছেন ৫৭ জন ইসরায়েলি।
তথ্যসূত্র: রয়টার্স।
ডিবিসি/এএমটি