বাংলাদেশ

নায়ক জসীমের ছেলে সংগীতশিল্পী রাতুল মারা গেছেন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ২৭শে জুলাই ২০২৫ ০৭:৫৩:৪৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জনপ্রিয় চিত্রনায়ক জসীমের ছেলে এবং ‘ওন্ড’ ব্যান্ডের সদস্য সংগীতশিল্পী এ কে রাতুল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

রবিবার (২৭শে জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে জিম করতে গিয়ে তার হার্ট এ্যাটাক হয়।


হার্ট অ্যাটাকের পর তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে লুবানা হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে, চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে ঘণ্টাখানেকের মধ্যেই তাকে মৃত ঘোষণা করা হয়।


জানা যায়, রাতুল ও তার ব্যান্ড ‘ওন্ড’ বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে এক ভিন্ন যাত্রা শুরু করে। ২০১৪ সালে তাদের প্রথম অ্যালবাম ‘ওয়ান’ এবং ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ মুক্তির পর রাতুলের ব্যান্ডটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

 

এ কে রাতুল কেবল একজন গায়কই ছিলেন না, তিনি রক সংগীতজগতের একজন দক্ষ প্রযোজক হিসেবেও পরিচিত ছিলেন। অনেক জনপ্রিয় ব্যান্ডের অ্যালবাম তৈরিতে তার অবদান রয়েছে।

 

ডিবিসি/আরএসএল 

আরও পড়ুন