বাংলাদেশ, জেলার সংবাদ

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১২ই সেপ্টেম্বর ২০২৪ ০২:৫৫:০৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় হামলা চালিয়ে লুট করে নেয়া অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‍্যাব। গত ৫ই আগস্ট লুট হওয়া বেশ কিছু অস্ত্র গতকাল বুধবার (১১ই সেপ্টেম্বর) উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ৮ টি পিস্তল, ৯ টি ম্যাগজিন, ১৬ রাউন্ড গুলি, ৩৯ রাউন্ড রাইফেলের গুলি। বিষয়তি নিশ্চিত করেছেন র‍্যাব ১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা।

 

তিনি বলেন, ‘লুটকৃত অস্ত্র উদ্ধারে আড়াইহাজারে গোয়েন্দা নজরদাড়ি চালিয়ে আসছিলো র‍্যাব। তারই ধারাবাহিকতায় বুধবার দিবাগত রাতে একটি পুকুর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। আমরা ধারনা করছি লুটকারীরা নিজেদের রক্ষা করতে পুকুরে অস্ত্র ফেলে পালিয়ে গেছে।’

 

ডিবিসি/এসএইচ 

আরও পড়ুন