বাংলাদেশ, জেলার সংবাদ

নারায়ণগঞ্জের বন্দরে কিশোরকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ১৪ই অক্টোবর ২০২৪ ০৭:৫৩:০২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারায়ণগঞ্জের বন্দরে সোহান (১৭) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। রবিবার (১৩ অক্টোবর) রাত ৯টায় বন্দরের রূপালী এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সোহান বন্দরের রূপালী আবাসিক এলাকার হোসিয়ারী শ্রমিক সালাম মোল্লার ছেলে। সোহান বন্দরে সড়কে যানজট নিরসনকর্মী হিসেবে কাজ করত।

 

স্থানীয়রা জানান, হামজা নামে এক ছেলের সঙ্গে সোহানের ঝগড়া হয়েছিল। সেই ঝগড়ার জের ধরে কিশোর গ্যাংয়ের সদস্যরা সোহানকে চাকু দিয়ে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে সোহানকে হত্যা করা হয়েছে। নিহতের বিরুদ্ধে বন্দর থানায় মামলা রয়েছে। ২০২২ সালে ছিনতাই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিলো। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
 

ডিবিসি/এএনটি

আরও পড়ুন