বাংলাদেশ, জেলার সংবাদ

নারায়ণগঞ্জে ওসমান হাদির নামে শীতলক্ষ্যা ৩য় সেতুর নামকরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারায়ণগঞ্জ সদর ও বন্দরের সংযোগকারী শীতলক্ষ্যা ৩য় সেতুর নাম পরিবর্তন করে শহিদ ওসমান বিন হাদীর নামে নামকরণ করেছেন স্থানীয় ছাত্র-জনতা। ২০২২ সালে উদ্বোধনের পর সেতুটি জাতীয় পার্টির প্রয়াত সাবেক এমপি নাসিম ওসমানের নামে নামকরণ করা হয়েছিল। তবে গত ৫ই আগস্টের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা সেই নাম মুছে ফেলে। এবার সেখানেই যুক্ত হলো শহিদ ওসমান বিন হাদীর নাম।

শুক্রবার (২৬শে ডিসেম্বর) বিকেলে ওসমান বিন হাদী হত্যার বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন বন্দরের ছাত্র-জনতা। মিছিলটি বন্দর রেললাইন ধরে মদনগঞ্জ এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল শেষে উপস্থিত ছাত্র-জনতা শীতলক্ষ্যা ৩য় সেতুর টোলপ্লাজা এলাকায় নামফলকের পাশে ‘শহিদ ওসমান বিন হাদী’ নামে নতুন নামকরণ করেন।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে সেতুটির নতুন নামকরণের ছবি ছড়িয়ে পড়লে দ্রুতই তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এবং অনেকেই এই উদ্যোগের প্রশংসা করেন। আয়োজকরা জানান, জুলাই অভ্যুত্থানের বীর সেনানী ওসমান হাদীকে স্মরণীয় করে রাখতে এবং তার হত্যার বিচার নিশ্চিত করার লক্ষ্যেই তারা প্রতীকীভাবে এই নামকরণের উদ্যোগ নিয়েছেন।

 

এ বিষয়ে আয়োজকদের অন্যতম সদস্য রেদোয়ান ইসলাম বলেন, তাঁরা আজ হাদী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন এবং এরপরই হাদি ভাইয়ের স্মৃতি অম্লান রাখতে সেতুর নামকরণের সিদ্ধান্ত নেন। 

 

তিনি বলেন, এর আগে তাঁরা সাবেক সরকারের সহযোগী নাসিম ওসমানের নাম মুছে দিয়েছিলেন এবং এখন হাদি ভাইয়ের নাম স্থাপন করেছেন। খুব শীঘ্রই সড়ক ও জনপথ বিভাগের সাথে যোগাযোগ করে এই নাম স্থায়ীকরণের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন