বাংলাদেশ, জেলার সংবাদ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজে একই পরিবারের ৫ শিশুসহ দগ্ধ ৯

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ২৩শে আগস্ট ২০২৫ ০২:১৮:১৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের ৫ শিশুসহ নয়জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে আটজনকে জাতীয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং একজনকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক জানিয়েছেন, ভর্তি হওয়া আটজনের অবস্থাই সংকটাপন্ন। আহতদের মধ্যে একজনের শরীরের ৫০ শতাংশের বেশি এবং অপর চারজনের শরীর ৪০ শতাংশের বেশি পুড়ে গেছে।

 

দগ্ধ পাঁচ শিশুর মধ্যে সবচেয়ে কম বয়সী ইমাম উদ্দিনের শরীর ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের মধ্যে তিনজনের শ্বাসনালী পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

 

শুক্রবার (২২শে আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাজিল এলাকার একটি টিনশেড বাসায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই বাসায় স্বামী-সন্তান নিয়ে পাশাপাশি দুটি রুমে ভাড়া থাকতেন দুই বোন আসমা ও সালমা। এই দুর্ঘটনায় তাদের পরিবারের সব সদস্যই গুরুতরভাবে দগ্ধ হন।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন