নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বজলুর রহমান ওরফে ডন বজলুকে (৬০) বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীকেও আটক করা হয়।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে একটি গাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার নাঈম উল হক বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- সাইদুল (৩৪), আব্দুল জব্বার (৪৩) এবং ইউনুস বাঁধন (২০)।
র্যাব জানায়, সম্প্রতি নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে অবৈধ অস্ত্র কেনা ও মজুদ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে বজলুর রহমানকে অস্ত্র সংক্রান্ত আলোচনায় পরামর্শ দিতে দেখা যায়। এরই ধারাবাহিকতায় তদন্ত শুরু করে র্যাব এবং আজ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবিসি/পিআরএএন