নারায়ণগঞ্জের বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে ৩৪ জনের মৃত্যুর ঘটনার মামলায় মসজিদ কমিটির ২২ সদস্য আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন।
বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিল্টনের আদালতে ২২ আসামি আত্নসমর্পণ করলে তাদের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত সব আসামির একমাসের জামিন মঞ্জুর করেন। মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় ২৯ জনকে আসামি করে গত ৩১শে ডিসেম্বর অভিযোগপত্র দেয় সিআইডি।
এদের মধ্যে ২৬ জনই মসজিদ কমিটির সদস্য, বাকি তিনজন ডিপিডিসির মিটার রিডার ও ইলেক্ট্রিশিয়ান। অভিযোগপত্রে ২৫ জনকে পলাতক ও চার জনকে গ্রেপ্তার দেখানো হয়। আগামী ২৭শে জানুয়ারি অভিযোগপত্রের শুনানি হবে।
প্রসঙ্গত, গত ৪ঠা সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে ৩৭ জন মুসল্লি ও একজন পথচারী অগ্নিদদ্ধ হন। পরে হাসপাতালে মারা যান ৩৪জন।
ঘটনার ৫ দিন পর ১০ই সেপ্টেম্বর মামলাটি তদন্তের দায়িত্ব নেয় সিআইডি। তদন্ত শেষে মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুর মিয়াসহ মোট ২৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় সিআইডি।