বাংলাদেশ, জেলার সংবাদ, আইন ও কানুন

নারায়ণগঞ্জে শ্রমিক সজল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ৯ই জুলাই ২০২৫ ০২:৫০:৩৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিবিদ্ধ হয়ে জুতা কারখানার শ্রমিক সজল নিহত হওয়ার মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৯ই জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে আইভীর আইনজীবীরা তার জামিনের জন্য আবেদন করলে বাদী ও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।

 

মামলার বিবরণ থেকে জানা যায়, নিহত সজল সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার একটি জুতা কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। গত বছরের ২০শে জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় চলতি বছরের ১৬ই মে সজলের মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ডা. সেলিনা হায়াৎ আইভীসহ ৬২ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও এক থেকে দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

 

আদেশের পর আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, "আমরা আদালতে সজল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন চেয়েছিলাম। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করেছেন। আমরা মনে করি, নিম্ন আদালতে ন্যায়বিচার পাইনি। তাই এই আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব।"

 

অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, "ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সাবেক মেয়র আইভীর নির্দেশেই নিরীহ মানুষের ওপর হামলা চালানো হয়েছিল। সজল হত্যা মামলায় তার জামিন আবেদনের শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেছেন।"

 

ডিবিসি/এএনটি

আরও পড়ুন