জেলার সংবাদ

নারীকে শ্লীলতাহানির অভিযোগে ব্যাংক কর্মকর্তাকে গণপিটুনি

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ১৯শে আগস্ট ২০২৩ ০১:০৯:২৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কিস্তির টাকা আদায়ের সময় এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে গ্রামীন ব্যাংক টুঙ্গিপাড়া শাখার পাটগাতী ইউনিয়ন সেন্টার ম্যানেজার রওশন হাবিব রাজুর বিরুদ্ধে। ওই নারীর স্বামী এ অভিযোগ তুলেছেন। পরে তাকে গণপিটুনি দেওয়া হয়।

পরে অভিযুক্তকে সাথে নিয়ে বৃহস্পতিবার  (১৭ আগষ্ট) সন্ধ্যা ৭ টায় মিমাংসা করতে আসেন গ্রামীন ব্যাংকের টুঙ্গিপাড়া শাখার ম্যানেজার জয়দেব ঘোষ। তখন বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত ম্যানেজার রাজুকে গনপিটুনি দেন। পাটগাতী বাজার বণিক সমিতির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

 

শ্লীলতাহানির শিকার ওই গৃহবধূর স্বামী বলেন, ঋণের কিস্তির টাকা আদায় করতে গ্রামীন ব্যাংকের সেন্টার ম্যানেজার রাজু দুপুরে আমাদের বাড়িতে যান। তখন আমি বাড়িতে না থাকলেও আমার স্ত্রী রাজুকে কিস্তির টাকা দিয়ে দেয়। পরে রাজু আমার স্ত্রীর কাছে পানি চায়। আমার স্ত্রী তাকে পানি দেওয়ার জন্য ঘরে প্রবেশ করেন। তখন রাজু আমার স্ত্রীর শ্লীলতাহানি করেন। আমার স্ত্রী চিৎকার দিলে, ওই ব্যাংক কর্মকর্তা দ্রুত আমার বাড়ি থেকে সটকে পড়েন।

 

তিনি আরও জানান, এরপর আমার স্ত্রী আমাকে ও আমার বড় ভাইকে বিষয়টি জানায়। আমার বড় ভাই গ্রামীণ ব্যাংক টুঙ্গিপাড়া শাখা ম্যানেজার জয়দেব ঘোষকে বিষয়টি অবহিত করে। পরে মিমাংসার জন্য অভিযুক্ত রাজুকে সাথে নিয়ে জয়দেব ঘোষ সন্ধ্যায় পাটগাতী বাজার বণিক সমিতি কার্যালয়ের সামনে আসেন।

 

ততক্ষণে বিষয়টি জানাজানি হয়ে যায়। এ ঘটনা শুনে সেখানে উপস্থিত উত্তেজিত জনগণ গ্রামীণ ব্যাংকের সেন্টার ম্যানেজার রাজুকে গণপিটুনি দেয়। তখন পাটগাতী বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামসহ আমরা তাকে উদ্ধার করে গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিই। পরে ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা তাকে সেখান থেকে নিয়ে যায়।


পাটগাতী বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, ঋণের কিস্তির টাকা আদায়কে কেন্দ্র করে ওই ব্যাংক কর্মকর্তা গৃহবধুর গায়ে হাত দেন। তখন সেটি ম্যানেজারকে জানালে সন্ধ্যায় মীমাংসা করতে তারা বণিক সমিতি কার্যালয়ের আসেন। কিন্তু উত্তেজিত কিছু জনতা অভিযুক্ত রাজুকে মারধর শুরু করে।

 

এ বিষয়ে গ্রামীণ ব্যাংক টুঙ্গিপাড়া শাখার ম্যানেজার জয়দেব ঘোষের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দেখছেন। তাই আহত রাজু সুস্থ হওয়ার পরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

 

ডিবিসি/কেএমএল

আরও পড়ুন