আন্তর্জাতিক

নারীর বেশ ধরে ভিক্ষা, দুবাইয়ে যুবক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

শনিবার ১৬ই মার্চ ২০২৪ ০২:৩৪:৪৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারীদের বোরকা ও নিকাব পড়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মসজিদের সামনে ভিক্ষা করতে গিয়ে এক যুবক গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার একটি মসজিদের সামনে থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৫ মার্চ) সংবাদমাধ্যম খালিজ টাইমের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

পবিত্র রমজান মাসে ভিক্ষা বিরোধী অভিযান চালায় পুলিশ দুবাই পুলিশ। কারণ অনেকে প্রতারণার আশ্রয় নিয়ে বিভিন্ন স্থানে ভিক্ষা করে থাকেন। আর এসব অপরাধীদের ধরতে দুবাই পুলিশ প্রায়ই অভিযান চালায়।

দুবাই পুলিশের সন্দেহভাজন এবং অপরাধমূলক ঘটনা বিভাগের প্রধান ব্রিগেডিয়ার আলী সালেম আল সামসি বলেছেন, নারীদের প্রতি অনেকের সহানুভূতি বেশি থাকে। এজন্য নারীদের বেশি ভিক্ষা দেওয়া হয়। আর এ সুযোগটি নিয়েছে ওই যুবক। সে নারীর বেশ ধরে ভিক্ষা করছিল।

তিনি আরও জানিয়েছেন, অপর এক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে নারীর বেশ ধরা ওই পুরুষকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা ভিক্ষা প্রদানে সাধারণ মানুষকে সচেতনতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন। ভিক্ষুকদের ভিক্ষা না দিয়ে বিভিন্ন দাতব্য সংস্থায় দান করার জন্য আহ্বান জানিয়েছেন ব্রিগেডিয়ার সামসি। তিনি বলেছেন, এসব সংস্থায় দান করলে সেগুলো সত্যিকারের অভাবী মানুষের কাছে পৌঁছাবে।

পবিত্র রমজান মাস আসলে আরব আমিরাতের সব জায়গায় ভিক্ষুকের সংখ্যা বেড়ে যায়। এমনও ঘটনা রয়েছে, যেখানে অন্য দেশ থেকে পর্যটন ভিসায় আমিরাতে এসে ভিক্ষা করছিলেন একটি পরিবারের সব সদস্য।

ডিবিসি/এসএসএস

আরও পড়ুন