খেলাধুলা, ফুটবল

নারী এশিয়া কাপে সাবেক দুই চ্যাম্পিয়নের গ্রুপে বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৯শে জুলাই ২০২৫ ০৫:৩৫:০৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় নারী এশিয়ান কাপে বাংলাদেশ পড়েছে 'মৃত্যুকূপে', যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকছে ৯ বারের চ্যাম্পিয়ন চীন এবং তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার মতো দুই পরাশক্তি। সিডনিতে আজ অনুষ্ঠিত ড্রয়ে বাংলাদেশের গ্রুপ সঙ্গী হিসেবে আরও রয়েছে উজবেকিস্তান।

বাছাইপর্বে ইতিহাস গড়ে মূল মঞ্চে পা রেখেছিল বাংলাদেশের মেয়েরা। এবার সেই স্বপ্নের মঞ্চেই কঠিনতম বাস্তবতার মুখোমুখি তারা।টুর্নামেন্টের শুরুতেই বাঘিনীদের দিতে হবে কঠিনতম পরীক্ষা। ৩ মার্চ, পিটার বাটলারের শিষ্যদের প্রথম ম্যাচেই লড়তে হবে এশিয়ান কাপের সবচেয়ে সফল দল চীনের বিপক্ষে। এরপর ৬ মার্চ প্রতিপক্ষ র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বর দল এবং তিনবারের শিরোপাজয়ী উত্তর কোরিয়া। গ্রুপের শেষ ম্যাচে ৯ মার্চ প্রতিপক্ষ উজবেকিস্তান, যারা অতীতে কখনো গ্রুপ পর্ব পার হতে পারেনি। কাগজে-কলমে তারাই বাংলাদেশের জন্য কিছুটা সহজ প্রতিপক্ষ।

২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় এই আসরের ১২টি দল থেকে যে ৮টি দল কোয়ার্টার ফাইনালে উঠবে, তারাই ২০২৭ সালের ব্রাজিল বিশ্বকাপ এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলার পথে এক ধাপ এগিয়ে যাবে। তিন গ্রুপের সেরা দুই দল এবং তৃতীয় হওয়া সেরা দুই দল পাবে শেষ আটে খেলার টিকিট।

ডিবিসি/এফএইচআর 

আরও পড়ুন