শারমিন আক্তার সুপ্তার ব্যাটেই রচিত হলো বাংলাদেশের নারী ক্রিকেটের প্রথম সেঞ্চুরির ইতিহাস ।
২০২২ ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৩০ রানের নটআউট ইনিংস খেলেছেন সুপ্তা। হারারে ক্রিকেট গ্রাউন্ডে সুপ্তার ১৩০ রানে ৫ উইকেটে ৩২২ রানের চ্যালেঞ্জিং স্কোর করেছে টাইগ্রেসরা।
শারমিন আক্তার সুপ্তা, বাংলাদেশের নারী ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান। হারারেতে ২০২২ আইসিসি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলেছেন ১৩০ রানের অনবদ্য ইনিংস।
ভারতকে হারিয়ে প্রথমবার এশিয়া কাপ জেতা বাংলাদেশ এবার ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে পাকিস্তানকে হারিয়ে ধার দেখায়। নিজেদের ২য় ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টস হেরে মুরশিদা খাতুনের সাথে ওপেনিং শুরু শারমিন আক্তার সুপ্তার। ৪৭ রানে মুরশিদার বিদায়ে সুপ্তার সাথে পার্টনারশিপ ভাঙ্গে ৯৬ রানে। অন্যপ্রান্তে নিগার সুলতানা ও ফারজানার হকের ব্যাট তাল মিলিয়েছে সুপ্তার সেঞ্চুরি যোগ করা ইনিংসে।
হারারের মাঠে বাংলাদেশের ক্রিকেট কন্যা সুপ্তার প্রথম সেঞ্চুরি-ই শুধু নয়, ১৪১ বলে ১১ বাউন্ডারিতে ১৩০ রানের নটআউট অনবদ্য ইনিংস খেলেছেন টাইগ্রেস ব্যাটার।
সুপ্তার আগে নারী ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস ছিল সালমা ও রুমানার ৭৫ রানের ইনিংস। ভারতের বিপক্ষে ২০১৩ সালে এই স্কোর করেছিলেন তারা।
এ পর্যন্ত ২৬ ওয়ানডে খেলা শারমিন সুপ্তার মোট স্কোর এখন ৪৯১। ক্যারিয়ার সেরা ১৩০ রানের ইনিংসটা সুপ্তার প্রোফাইল ইনফোর সঙ্গে টাইগ্রেসদের রেকর্ডবুকেও থাকবে সবসময়।