আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যেখানে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন উইকেটকিপার ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস।
ঘোষিত স্কোয়াডে যথারীতি অধিনায়কের দায়িত্ব পালন করবেন নিগার সুলতানা জ্যোতি এবং সহ-অধিনায়ক করা হয়েছে নাহিদা আক্তারকে। টুর্নামেন্টে অংশ নিতে আগামী ১২ জানুয়ারি নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ নারী দল।
নেপালে ১৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এই বাছাইপর্বে 'এ' গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও নামিবিয়া।
ডিবিসি/কেএলডি