আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া দশম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বাছাই পর্বের সুপার সিক্সের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে পরাজিত করে এই গৌরব অর্জন করে বাংলাদেশ। পাশাপাশি দিনের অন্য ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নেদারল্যান্ডসের জয়ে বাংলাদেশের মূল পর্বে খেলা শতভাগ নিশ্চিত হয়।
মূলপানি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা সুখকর ছিল না বাংলাদেশের। দলীয় ০ রানেই ওপেনার দিলারা আক্তারের বিদায়ের পর শারমিন আক্তারও (১১) থিতু হতে পারেননি। তবে তৃতীয় উইকেটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি। এই যুগল ৮২ বলে ১১০ রানের এক অনবদ্য জুটি গড়েন।
দুজনেই তুলে নেন ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরি। জুয়াইরিয়া ৪৫ বলে ৫৬ রান করার পথে ৪টি ছক্কা হাঁকিয়ে স্বর্ণা আক্তারের রেকর্ডে ভাগ বসান। অন্যদিকে, ৯টি চারের সাহায্যে ৫৯ রান করে ম্যাচসেরা হন সোবহানা মোস্তারি। শেষ দিকে রিতু মনির ঝোড়ো ১৫ রানের সুবাদে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৬৫ রান।
জবাবে ব্যাট করতে নেমে মারুফা আক্তারের তোপের মুখে পড়ে থাইল্যান্ড। প্রথম বলেই উইকেট হারানোর পর নাত্থাকান চান্থাম (৪৬) ও নারুইমল চাইওয়াই (৩০) লড়াই করার চেষ্টা করলেও টাইগ্রেস বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২৬ রানেই থামে তাদের ইনিংস। মারুফা ৩টি এবং স্বর্ণা ও রিতু মনি ২টি করে উইকেট নেন।
সুপার সিক্সে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ। সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে নেদারল্যান্ডসও। আগামী ৩০ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে সুপার সিক্সের শেষ ম্যাচে মাঠে নামবে লাল-সবুজরা। উল্লেখ্য, স্বাগতিক ইংল্যান্ডসহ অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি মূল পর্বে খেলবে।
ডিবিসি/এএমটি