রাজধানী, নারী

নারী দিবসের সাংস্কৃতিক আয়োজন

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

সোমবার ৯ই মার্চ ২০২০ ০৪:০১:৩৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নানা আয়োজনে উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস।

নারী দিবস উপলক্ষ্যে রবিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কনসার্ট, আবৃত্তি, গ্রাফিতি, বিতর্ক প্রতিযোগিতাসহ ছিল বৈচিত্র্যময় সব পরিবেশনা। আন্তর্জাতিক নারী দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে অনুষ্ঠিত হয় গ্রাফিতি অঙ্কন আয়োজন।

আয়োজনে শিল্পীদের তুলির আঁচড়ে ফুটে ওঠে নারী অধিকার ও জাগরণের নানা দৃশ্যকল্প।

ডাকসুর আয়োজনে টিএসসি প্রাঙ্গণে হয়েছে ওমেন কার্নিভাল। বিতর্ক প্রতিযোগিতা ও কনসার্টে উপস্থিত ছিলেন নারী ও শিশু প্রতিমন্ত্রী ফজিলাতুননেসা ইন্দিরা।

অন্যদিকে, স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ছিল আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজন। কাব্যছন্দে নারীদের জয়গান উচ্চারণ করেন আবৃত্তিশিল্পীরা।

আরও পড়ুন