জাতীয়

'নারী নির্যাতন প্রতিরোধে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার'

ময়ূখ

ডিবিসি নিউজ

বুধবার ৯ই ডিসেম্বর ২০২০ ০৬:৪১:৩৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারীর আর্থ সামাজিক উন্নয়ন ও নারী নির্যাতন প্রতিরোধে ব্যাপকভাবে কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার। এছাড়া অবিচারের ধারা থেকে বেরিয়ে বিচারের ধারায় ফিরেছে দেশ। বেগম রোকেয়া দিবসে পদক প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

আজ বুধবার সকালে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারীর শিক্ষা, উন্নয়ন ও ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখার জন্য এবছর ড. শিরীণ আখতার, কর্নেল ডাক্তার নাজমা বেগম, মঞ্জুলিকা চাকমা, বীর মুক্তিযোদ্ধা বেগম মুশতারী শফি এবং বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তারকে বেগম রোকেয়া পদক তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা । 

পরে প্রধানমন্ত্রী বলেন, একটি রক্ষনশীল সামাজিক অবকাঠামোয় নারীদের শিক্ষার ব্যবস্থা করে, মুক্তির পথ দেখিয়েছেন বেগম রোকেয়া।  

নারীর ক্ষমতায়ন, জাগরণ, অধিকার ও শিক্ষা সম্পর্কে সচেতন ছিলেন জাতির পিতা এমনটি উল্লেখ করে সরকার প্রধান বলেন, নারীর আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত ও নির্যাতন প্রতিরোধে সবধরনের কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। 

নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করে বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে এমন আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এসময় করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে বাড়তি সচেতনা নেয়ার আহ্বান জানান শেখ হাসিনা।

আরও পড়ুন