রাজনীতি

নারী-পুরুষ মিলেই আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়ব: জামায়াত আমির

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নারী-পুরুষ সবাই মিলে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মা-বোনদের ইজ্জতের ওপর কোনো আঘাত সহ্য করা হবে না এবং নারীর প্রতি কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর উদ্যোগে মিরপুর-১০ নম্বর আদর্শ স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ডা. শফিকুর রহমান বলেন, সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হলে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, খুন, ধর্ষণ ও ব্যাংক ডাকাতির মতো অপরাধ টিকে থাকতে পারবে না। সমাজের কোনো স্তরে বৈষম্য থাকবে না উল্লেখ করে তিনি বলেন, ইনসাফভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ১০-দলীয় জোটের প্রার্থীদের ভোট দিয়ে জনগণের বিজয় নিশ্চিত করতে হবে।

 

নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনের বিদ্যমান সমস্যা তুলে ধরে তিনি বলেন, ১০ লক্ষাধিক মানুষের বসবাস হওয়া সত্ত্বেও এই এলাকায় কোনো সরকারি হাসপাতাল নেই; এমনকি উন্নতমানের বেসরকারি হাসপাতালও নেই। নেই কোনো স্নাতক পর্যায়ের কলেজ বা বিশ্ববিদ্যালয়। প্রতিটি অলিগলিতে ড্রেনের দুর্গন্ধে বসবাস করা কষ্টকর হয়ে উঠেছে। গ্যাস সংকট এখানে নিত্যদিনের সঙ্গী। জামায়াতে ইসলামী নির্বাচিত হলে এসব মৌলিক সমস্যার সমাধান করে নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা হবে বলে তিনি আশ্বাস দেন।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন