খেলাধুলা, ফুটবল

নারী ফুটবল দলকে রাত আড়াইটায় সংবর্ধনা দেবে বাফুফে

ডেস্ক ‍নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ৬ই জুলাই ২০২৫ ০৮:২৭:৩৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইতিহাসে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে নারী ফুটবল দল। শনিবার (গতকাল) বাছাই পর্বের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়েছে নারীরা। এতে গ্রুপ চ্যাম্পিয়ান হয়েই এশিয়ান কাপে পা রাখছে ‘বাঘিনীরা’। যদিও তিনদিন আগেই এশিয়ান কাপের যাত্রা নিশ্চিত হয়ে গেছে।

ইতিহাস গড়া এই অর্জনকে উদযাপন করতে নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

 

নারী ফুটবল দল মিয়ানমার থেকে ব্যাংককে ট্রানজিট করে আজ রবিবার (৬ই জুলাই) দিবাগত রাত দেড়টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন। এরপর রাত আড়াইটার দিকে রাজধানীর হাতিরঝিল আম্ফিথিয়েটারে দলকে সংবর্ধনা দেয়া হবে।

 

তবে এতো রাতে সংবর্ধনা আয়োজনের কারণ হিসেবে জানা গেছে, সোমবার (৭ই জুলাই) সকালে ভুটানের লীগ খেলতে রওনা দেবেন ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা। সপ্তাহ খানেক পর গোলকিপার রুপনা চাকমা, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়রের যাওয়ার কথা রয়েছে। তাই অনেকটা তড়িঘড়ি করে রাতেই সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন