খেলাধুলা, ফুটবল

নারী লিগে বিদেশি খেলোয়াড় ও স্বচ্ছতার প্রতিশ্রুতি বাফুফের

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৯ই ডিসেম্বর ২০২৫ ১০:২৪:৪৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের নারী ফুটবলকে আরও একধাপ এগিয়ে নিতে আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হতে যাচ্ছে নারী প্রিমিয়ার লিগ ফুটবল। বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, আসন্ন লিগে বাধ্যতামূলকভাবে বয়সভিত্তিক দলের ফুটবলার এবং বিদেশি খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করতে হবে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পরিকল্পনা অনুযায়ী, এবারের লিগে ১১টি দল অংশগ্রহণ করবে। মূলত আসন্ন এশিয়ান কাপের প্রস্তুতি এবং নারী ফুটবলারদের পাইপলাইন শক্তিশালী করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

লিগ আয়োজনের লক্ষ্যে ফেডারেশন ভবনে ক্লাব কর্মকর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ১০টি ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে ১৪টি ক্লাব আগ্রহ দেখালেও যাচাই-বাছাই শেষে ১০টি দলকে নির্বাচন করা হয়েছে এবং আরও একটি দল বাড়ানোর পরিকল্পনা রয়েছে। জাতীয় দলের কোচ পিটার বাটলার জানুয়ারির মধ্যেই নারীদের পেশাদার লিগ শেষ করার তাগিদ দিয়েছেন।

 

ক্লাব কর্তারা দেশের ক্রীড়াঙ্গনের নানামুখী সমালোচনার ভিড়ে এবার একটি সম্পূর্ণ স্বচ্ছ ও পেশাদার লিগ আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন। বাফুফে সহ-সভাপতি রাজশাহী স্টারসের মো. আক্তারুজ্জামান জানান, তাদের মূল লক্ষ্য নারী ফুটবলের উন্নয়ন, যেখানে কোনো অপেশাদারিত্বের স্থান থাকবে না। 

 

তবে লিগ আয়োজনের ক্ষেত্রে পেমেন্ট ইস্যু এবং অবকাঠামোগত উন্নয়নসহ বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে ফেডারেশনের সামনে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সব বাধা পেরিয়ে বাফুফে একটি সফল ও ইতিবাচক লিগ উপহার দিতে পারবে।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন