বাংলা চলচ্চিত্রের অ্যাকশনধর্মী নায়ক জসিমের আজ ২৬তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৮ সালের এই দিনে (৮ই অক্টোবর) মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে জনপ্রিয় এই অভিনেতা মৃত্যুবরণ করেন। তাঁকে বাংলা চলচ্চিত্রের অ্যাকশন ধারার পথপ্রদর্শক হিসেবে গণ্য করা হয়।
জসিম প্রখ্যাত অভিনেতা আজিমের হাত ধরে রূপালি জগতে আসেন। তাঁর অভিনীত প্রথম সিনেমা ছিল 'দেবর'। তবে, তিনি 'মোকাবেলা' সিনেমায় অভিনয়ের মাধ্যমে নায়ক হিসেবে পরিচিতি লাভ করেন।
জসিম তাঁর দীর্ঘ চলচ্চিত্র জীবনে নায়ক এবং খলনায়ক উভয় ভূমিকাতেই অভিনয় করেছেন। তিনি ৭০টিরও বেশি সিনেমায় খলনায়কের ভূমিকায় এবং ১২০টিরও বেশি সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করেন।
বাংলাদেশের চলচ্চিত্রে অ্যাকশন ধারার প্রবর্তক হিসেবে জসিমের অবদান অনস্বীকার্য। তাঁর হাত ধরেই দেশে 'ফাইটিং গ্রুপ'-এর শুরু হয়েছিল।
১৯৭৭ সালে দেওয়ান নজরুলের 'দোস্ত দুশমন' সিনেমার মাধ্যমে জসিম ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন। এটি ছিল সাড়া জাগানো হিন্দি ছবি 'শোলে'-এর রিমেক। এই ছবিতে তিনি ভারতীয় খলনায়ক আমজাদ খানের করা বিখ্যাত 'গাব্বার সিং' চরিত্রটিতে অভিনয় করেন। আমজাদ খান নিজেও জসিমের এই চরিত্রের ভূয়সী প্রশংসা করেছিলেন।
স্বাধীনতার পর আধুনিক বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই অ্যাকশন নায়কের অবদান চিরস্মরণীয়। চলচ্চিত্র শিল্পে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) তাঁর নামে একটি ফ্লোরের নামকরণ করা হয়।
জসিম তাঁর শক্তিশালী অভিনয় এবং স্বতন্ত্র স্টাইল দিয়ে আজও দর্শকের হৃদয়ে বেঁচে আছেন।
ডিবিসি/এমইউএ