১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর, এই দিনে বাংলাদেশের চলচ্চিত্র জগৎ হারায় তার অন্যতম উজ্জ্বল নক্ষত্র সালমান শাহকে।
মাত্র ২৫ বছরের সংক্ষিপ্ত জীবনে তিনি ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন, যার প্রতিটিই ছিল সুপারহিট। দর্শকদের কাছে তিনি শুধু একজন অভিনেতা ছিলেন না, ছিলেন এক অনুভূতির নাম।
প্রতি বছর এই দিনে তার সহকর্মীরা তাকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন। পরিচালক ও অভিনেতা শরাফ আহমেদ জীবন, অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবং অভিনয়শিল্পী তানজিন তিশা তাকে স্মরণ করে তাদের দুঃখ, শ্রদ্ধা এবং ভালোবাসার কথা প্রকাশ করেন।
শুধু সহকর্মীই নন, নতুন প্রজন্মের শিল্পীরাও সালমান শাহের কাজ থেকে অনুপ্রেরণা খুঁজে পান। তার স্টাইল, অভিনয় এবং ব্যক্তিত্ব আজও অনুকরণীয়। অনেক নবীন শিল্পী জানান, সালমান শাহ তাদের কাছে এক আইকন, যার প্রভাব সব ক্ষেত্রেই বিদ্যমান।
সিনেমা বদলেছে, সময় এখন ডিজিটাল প্ল্যাটফর্মের। কিন্তু সালমান শাহ যেন দর্শকদের হৃদয়ের এক কোণে গেঁথে আছেন। তার চোখের চাহনি, হাসি আর অভিনয়ের স্পর্শ আজও রুপালি পর্দায় অমলিন। একজন সালমান শাহ চলে গেলেও, তিনি রেখে গেছেন তার কালজয়ী কাজ। তিনি শুধু একজন নায়কই ছিলেন না, ছিলেন এক যুগের জাগরণ।
ডিবিসি/এমইউএ