আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে ২৩ লাখ টাকার সোনার লকেট গিলে ফেললো চোর, উদ্ধারের অপেক্ষায় পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নিউজিল্যান্ডে চুরির এক অভিনব ও বিস্ময়কর ঘটনা ঘটেছে। অকল্যান্ডের একটি গয়নার দোকানে ঢুকে প্রায় ২৩ লাখ টাকা (বাংলাদেশি মুদ্রা) মূল্যের একটি সোনার লকেট গিলে ফেলেছেন এক চোর। লকেটটি উদ্ধারের জন্য পুলিশ এখন চোরের ‘প্রকৃতির ডাকে’র অপেক্ষায় প্রহর গুনছে।

ঘটনার বিবরণ গত ২৮শে নভেম্বর নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের বিখ্যাত ‘পার্ট্রিজ জুয়েলার্স’এ ঘটনাটি ঘটে। 

 

পুলিশ জানায়, ৩২ বছর বয়সী এক ব্যক্তি ক্রেতা সেজে দোকানে প্রবেশ করেন। সুযোগ বুঝে তিনি চোখের পলকে একটি ‘ফ্যাবার্জে অক্টোপাস লকেট’গিলে ফেলেন। দোকানের কর্মীরা বিষয়টি বুঝতে পারলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে তাকে গ্রেপ্তার করে।

 

পুলিশের অপেক্ষা গ্রেপ্তারের পর কয়েক দিন পেরিয়ে গেলেও লকেটটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। অকল্যান্ড পুলিশের ইন্সপেক্টর গ্রে অ্যান্ডারসন এক বিবৃতিতে জানান, অভিযুক্ত ব্যক্তিকে কড়া নজরদারিতে রাখা হয়েছে এবং তার মেডিকেল পরীক্ষা করা হচ্ছে। পুলিশ কর্মকর্তারা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন ওই লকেটটি স্বাভাবিক প্রক্রিয়ায় শরীর থেকে বেরিয়ে আসবে।

 

লকেটের বিশেষত্ব ও মূল্য চুরি যাওয়া লকেটটি কোনো সাধারণ গয়না নয়। এটি ১৯৮৩ সালের জেমস বন্ড সিরিজের সিনেমা ‘অক্টোপুসি’দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি সীমিত সংস্করণের একটি লকেট। ১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি এবং সবুজ এনামেলের কাজ করা। এতে রয়েছে ১৮৩টি হীরা এবং দুটি নীলমণি।

 

লকেটটির দাম ৩৩ হাজার নিউজিল্যান্ড ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৩ লাখ টাকারও বেশি।


৮.৪ সেন্টিমিটার উচ্চতার এই লকেটটি বিশ্বজুড়ে মাত্র ৫০টি তৈরি করা হয়েছে।

 

আদালতের কার্যক্রম ঘটনার পরদিন, ২৯ নভেম্বর ওই ব্যক্তিকে অকল্যান্ড ডিস্ট্রিক্ট কোর্টে হাজির করা হয়। অভিযুক্ত ব্যক্তি আদালতে তার দোষ স্বীকার বা অস্বীকার কোনোটিই করেননি। লকেটটি উদ্ধার না হওয়া পর্যন্ত পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

 

তথ্যসূত্র দ্য গার্ডিয়ান

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন